ভারতীয় দুই অধিনায়কে প্রথম দিন শেষ

ছবিঃ টুইটার।

 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম দিনে খেলা হয়েছে ৬৪ ওভার ৪ বলের। সাউদাম্পটনে মেঘ এবং বৃষ্টি মূখ্য চরিত্রে, সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে, কেড়ে নিয়েছেন সকল আলো নিজের দিকে!


তাইতো আলোক স্বল্পতায় দিনের পুরো ওভার সম্পন্ন হতে পারে নাই। শুরুতেই কিউ বোলারদের দাপট, নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১তম ওভারের প্রথম বলে তুলে নেন রোহিত শর্মাকে। ২৫তম ওভারের ৩য় বলে নেইল ওয়াগনার আউট করেন অফ ফর্মে থাকা শুবমান গিলকে। বেশি ডিফেন্সিভ মোডে খেলা চেতেশ্বর পুজারাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ট্রেন্ট বোল্ট।


মাঠে অপরাজিত দুই অধিনায়ক। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অপারিজত ৪৪(১২৪) রান করে এবং সহকারী অধিনায়ক অজিঙ্কা রাহানে অপরাজিত ২৯ (৭৯) রানে।


অন্যদিকে, টিম সাউদি, ১৭ ওভারে ৪ টি মেডেন সহ রান দিয়েছেন ৪৭ রান। ১২.৪ ওভারে দুই মেডেন দিয়ে ৩২ রানের বিনিময়ে পেয়েছেন ১ উইকেট, ট্রেন্ট বোল্ট। নিয়ন্ত্রিত বোলিং করেছেন কাইল জেমিসন ১৪ ওভারে ৯টি মেডেনসহ রান দিয়েছেন মাত্র ১৪ টি রান। দিয়েছেন ব্রেক থ্রো রোহিতকে আউট করে। কোলিন ডি গ্র্যান্ডহোম ১১ ওভারে দিয়েছেন ২৩ রান। নেইল ওয়াগন্যার ১০ ওভারে ২৮ রানের বিনিময়ে পেয়েছেন শুভমান গিলের উইকেটটি।



উইকেটে অপরাজিত আছেন রাহানে এবং বিরাট কোহলি জুটি। এ জুটির সংগ্রহ করা ৫৮ (১৪৭) রানের উপর ভর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় দিনে ভালো একটা শুরু প্রত্যাশা করবে ভারতীয়রা। রাহানে-বিরাট জুটিই হয়ে উঠেছে কেন উইলিয়ামসনদের মাথা ব্যাথার কারণ।

Post a Comment

0 Comments