শীর্ষে উঠার হাতছানি বাংলা টাইগারদের

 



চলমান বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজের প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ের মধ্যদিয়ে বাংলাদেশ ওয়ানডে সুপার লিগের ৪ নম্বর পজিশনে উঠে গেছে বাংলাদেশ। টাইগারদের হাতছানি দিচ্ছে শীর্ষে উঠার।ওয়ানডে সুপার লিগে শীর্ষে থাকা দলগুলো সরাসরি অংশ নিবে ভারত বিশ্বকাপে।


বাংলাদেশের পয়েন্ট এখন ৪০, সমান ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পজিশনে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 


ওয়ানডে সুপার লিগের এই তালিকায় মাইনাস ২ পয়েন্ট নিয়ে ১২ নম্বর পজিশনে অবস্থান শ্রীলঙ্কার। ক্রিকেট খেলুড়ে ওয়ানডে স্ট্যাটাস থাকা দলগুলোর মধ্যে তালিকায় নেদারল্যান্ডসই একমাত্র দল, যারা এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারে নাই।


এই পয়েন্ট টেবিলের ভিত্তিতেই ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে শীর্ষে থাকা দলগুলো। তবে বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারতের জন্য সুপার লিগের এই পয়েন্ট তালিকা বিশেষ গুরুত্ব পাবে না। আয়োজক হিসেবে বিরাটের ভারত সরাসরি বিশ্বকাপ খেলবে। 

Post a Comment

0 Comments