ক্রিকেটে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে অধিকাংশেরই উপভোগ্য হলো ভালো ব্যাটিং দেখা।আর, সেই ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স করে সেসকল ব্যাটসম্যান যাদের শট মেকিংয়ের দক্ষতা ভালো। শট মেকিংয়ে যাদের দক্ষতা বেশি তাদের ব্যাটিং দর্শক, ক্রিকেট প্রেমীদের মনে ছড়ায় আরো বেশি সৌরভ।
ক্রিকেটের বিভিন্ন শট কোন কোন ক্রিকেটার সবচেয়ে ভাল মারেন, বেছে নিলেন সাকিব আল হাসান। সেই তালিকায় রয়েছেন সচিন টেন্ডুলকর, বিরাট কোহলি, সাঈদ আনোয়াররা।
স্ট্রেট ড্রাইভ: বাংলাদেশের অল রাউন্ডার মনে করেন সচিনের স্ট্রেট ড্রাইভ অন্যতম সেরা। তাঁর মতো করে এই শট খুব বেশি ক্রিকেটার মারতে পারেন না।
কাভার ড্রাইভ: বিরাট কোহলিকে এক্ষেত্রে সেরা বেছে নিয়েছেন সাকিব।
কাট: পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের কাট শটকে সেরা বলে মনে করেন সাকিব।
রিভার্স সুইপ: বাংলাদেশের অল রাউন্ডারের মতে রিভার্স সুইপ সবথেকে ভাল খেলেন অইন মর্গ্যান।
স্কুপ: জস বাটলার এই শট দারুণ খেলেন বলে মনে করেন সাকিব।
সুইপ: ইদানিং জো রুট অসাধারণ সুইপ খেলছেন বলে মত সাকিবের।
পুল: রিকি পন্টিংকে এগিয়ে রাখছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।
বোলারের মাথার ওপর দিয়ে মারা ছয়: সাকিব মনে করেন বোলারের মাথার ওপর দিয়ে ছয় সবচেয়ে ভাল মারেন ক্রিস গেইল।
0 Comments