আম্পায়ারের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

 

এলবিডাব্লিউর আবেদনে সাড়া না পেয়ে উত্তেজিত সাকিব


আজ শুক্রবার (১১ জুন) ডিপিএলে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে ১৪৫ রান তুলে স্কোরবোর্ডে সাকিবের মোহামেডান। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন সাকিব আল হাসানও ৩৭ (২৭) রান সংগ্রহ করেন।


১৪৫ রানের জবাবে শুরুতেই এলোমলো আবাহনী লিমিটেড। শুভাগত হোমের আঘাতে ৯ রানেই ৩ উইকেট হারায় মুশফিকের আবাহনী লিমিটেড। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। সাকিবের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্ট্রাইকিং প্রান্তে থাকা মুশফিকুর রহিম যথাক্রমে ছক্কা ও চার মারেন। পঞ্চম ওভারের চতুর্থ ও পঞ্চম দুই বল ডট দিয়ে শেষ বলটি দারুণভাবে ভেতরে ঢুকান সাকিব আল হাসান। ফলশ্রুতিতে এলবিডাব্লিউর আবেদন করেন সাকিব। খালি চোখেও দেখে মনে হচ্ছিলো সেটি আউট। যার ফলে সাকিব আল হাসান মেজাজ ধরে রাখতে পারে নাই। সাড়া না পেয়ে মুহূর্তেই লাথি মারেন স্ট্যাম্পে, ভেঙ্গে দেন ননস্ট্রাইকিংয়ের স্টাম্প। পরের ওভারেও ক্ষোভের জেরে স্টাম্প উপড়ে আছাড় মারেন এই কিংবদন্তি অলরাউন্ডার। 


এরপরে আর বেশিদূর খেলা গড়ায়নি বৃষ্টি বাধায়। মাত্র পাঁচ বলের খেলা হয়। ৩১/৩ রান করে আবাহনী লিমিটেড বৃষ্টির আগ পর্যন্ত। 


ম্যাচ চলাকালে অনেকবার আম্পায়ারকে শাসাতেও দেখা যায়। এমন আচরণ নেটাগরিকদের অনেই সাকিবের পক্ষ নিচ্ছেন, ধুয়ে দিচ্ছেন ডিপিএলের বাজে আম্পায়ারিংকে। আবার, অনেক ক্রিকেট সমর্থকই মনে করছেন শৃঙ্খলাভঙ্গের জন্য বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশের সফলতম এই তারকা অলরাউন্ডারকে।