চলমান ইউরোতে রোনালদোর রেকর্ড উৎসব


মঙ্গলবার (১৫ জুন) হাঙ্গেরির সাথে গোল করার মধ্যদিয়ে রোনালদো এখন ইউরোর সবসময়ের সর্বোচ্চ গোল স্কোরার। মঙ্গলবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হাঙ্গেরির সাথে উড়ন্ত সূচনা করেন ইউরো-২০২০ এ। পর্তুগালকে ৩-০ জয় উপহার দেওয়ার পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো ভেঙেছেন অনেকগুলো রেকর্ড। হাঙ্গেরির ফেরেন্স পুসকাস স্টেডিয়াম স্বাক্ষী হয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সেসব রেকর্ডের।


অনেকগুলো রেকর্ড করার পাশাপাশি দাড়িয়ে আছেন আরো কিছু রেকর্ডের সামনে।  যদি পর্তুগাল টুর্নামেন্টের অনেকটা পথ পাড়ি দিতে পারে।  আশা করা যাচ্ছে সেগুলোও করে ফেলবেন ৩৬ বছর বয়সী রোনালদো চলমান ইউরো-২০২০ এ।

মঙ্গলবার (১৫ জুন) যেসব রের্কড রোনালদো ভেঙেছেন সেগুলো হলো-

১) প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ইউরোতে অংশ গ্রহন।

জুভেন্টাস ফরোয়ার্ড এখন সর্বোচ্চ ইউরোতে অংশগ্রহণ করা খেলোয়াড়।  ২০০৪ সালের ইউরো থেকে প্রত্যেকটা ইউরোতে রোনালদো পর্তুগালের হয়ে অংশগ্রহন করছেন। এর আগে পাঁচটি ইউরো খেলছেন এমন কোনো খেলোয়াড় নেই।


২) প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ইউরোতে গোল স্কোরার।

রোনালদো পাঁচটি ইউরোতে অংশগ্রহণ করে সবকটিতেই গোল পেয়েছেন। হাঙ্গেরির সাথে পেনাল্টির মাধ্যমে গোল দিয়ে এই রেকর্ডটি করেন।


৩) ইউরোর সবসময়ের সর্বোচ্চ স্কোরার।

হাঙ্গেরির সাথে গোল দেওয়ার পূর্বে মাইকেল প্লাতিনির সাথে তার সমতা ছিল। ৯ গোল করে ছিল রোনালদো এবং প্লাতিনির। ১৫ জুনের ম্যাচে দুই গোল করার মাধ্যমে ইউরোতে ১১ গোল নিয়ে এখন সবসময়ের সেরা স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো। 


৪) পর্তুগালের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বড় কোনো টুর্নামেন্টে গোল করা।

রোনালদো যখন হাঙ্গেরির বিরুদ্ধে পেনাল্টি শট নিচ্ছিলেন তখন তার বয়স ছিল ৩৬ বছর ১৩০ দিন। পেপে এর আগে ২০১৮ বিশ্বকাপে ৩৫ বছর ১২৪ দিন বয়সে গোল করে এই রেকর্ডটির মালিক ছিলেন।

জুভেন্টাস তারকা ২ গোল করে ইউরোর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড করেছেন যেটি ছিল আন্দিরি শেভচেনকোর নামে। আন্দিরি করেছিলেন ৩৫ বছর ২৫৬ দিন বয়সে এই রেকর্ডটি।


৫) সর্বোচ্চ জয়ের স্বাক্ষী ইউরোতে।

রোনালদো এর আগে ১১ টি ম্যাচে দলের জয়ের অংশ হিসেবে রেকর্ডটি শেয়ার করছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা এবং ফেবরেগাসের সাথে। মঙ্গলবার (১৫ জুন) এর ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে জয়ের মাধ্যমে নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 


কি কি রেকর্ড রোনালদোর ২০২০-ইউরোতে ভাঙার সম্ভাবণা রয়েছে?


১) আন্তর্জাতিক ফুটবলে সবসময়ের সর্বোচ্চ গোল স্কোরার হওয়া।

পর্তুগিজ সুপার স্টার রোনালদো, ১৭৬ টি আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে গোল করেছেন ১০৬ টি। মাত্র তিনটি গোল বেশি নিয়ে ইরানের আলী দাঈ তার উপরে রয়েছেন। যদি পর্তুগাল টুর্নামেন্টে অনেকটা সময় টিকে থাকতে পারে তাহলে এই রেকর্ডটি ভাঙার সর্বোচ্চ সম্ভাবনা আছে।


২) ইউরোতে সর্বোচ্চ অ্যাসিস্ট করা খেলোয়াড়। 

বর্তমানে সর্বোচ্চ ছয়টি অ্যাসিস্ট করে রেকর্ডটির মালিক কারেল পবোরস্কি। রোনালদো তার থেকে মাত্র একটি অ্যাসিস্ট পিছিয়ে আছেন। রোনালদোর সমতায় রয়েছে রাউল, ডেভিড বেকহাম, লুইস ফিগো, আর্জেন রুবেন এবং বাস্তিয়ান ৫টি করে অ্যাসিস্ট করে।


৩) ইউরোপের সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা। 

স্পেনের সার্জিও রামোস ১৮০ টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করে রেকর্ডটির মালিক। হাঙ্গেরির সাথে খেলার পর রোনালদো এখন ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইউরোপীয় খেলোয়াড়। যদি পর্তুগাল ইউরো-২০২০ এর সেমিফাইনালে যায় তাহলে রামোসের রেকর্ডটি ভেঙে ফেলবেন নিশ্চিতভাবে।



Post a Comment

0 Comments