২০২১ আইপিএল চলাকালে সাকিব ও মুস্তাফিজ ছবিঃ টুইটার |
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে করোনার থাবায় থেমে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ। আইপিএলের বাকি অংশ আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। অসমাপ্ত আইপিএল শুরু করতে গিয়ে দলগুলোর আর্থিক চ্যালেঞ্জের সাথে দেখা দিয়েছে খেলোয়াড় সমস্যার ব্যাপারটি।
সে সময় বেশিরভাগ দলই ব্যস্ত থাকবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। বাংলাদেশেরও রয়েছে আন্তর্জাতিক সূচির বিশাল ব্যস্ততা। আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ আতিথেয়তা দিবে অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলোকে। তাই বাংলাদেশ তাদের পূর্ণ শক্তি নিয়েই এসব দলকে মোকাবেলা করতে চাইবে।
তাই আইপিএলের দ্বিতীয় পর্বে দেখা যাবে না সাকিব আল হাসান ও রাজস্থান রয়েলসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এই দুই তারকা ক্রিকেটারকে ছাড়পত্র দিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদমাধ্যম বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেন, "আমি আসলে কোনো সম্ভাবনা দেখছি না। বিশ্বকাপ কাছাকাছি থাকা অবস্থায় তাদের এনওসি(অনাপত্তিপত্র) দেওয়া প্রায় অসম্ভব এবং আমরা বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে ব্যস্ত থাকব।"
তাই বলা যায় কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়েলস খেলোয়াড় পরিকল্পনায় বড়সড় ধাক্কাই খাচ্ছে। আইপিএল, দ্বিতীয় পর্ব শুরুর পূর্বে কেকেআরের সমস্যাটা আরো বেশি। অষ্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিনস জায়িছেন সে থাকছে না আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলে। কেকেআর সেনাপতি এবং ইংলিশ অধিনায়ক ইয়্যুন মর্গ্যানকেও পাবেন না কলকাতা। ইয়্যুন মর্গ্যান তখন ব্যস্ত থাকবেন বাংলাদেশের সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে।
ভারতে করোনার ভয়াবহতায় গত ৪ মে বন্ধ করা দেয়া হয়েছিল আইপিএলের ২০২১ মৌসুম। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আসন্ন বিশ্বকাপের সপ্তাহখানেক (৮-১০ দিন) পূর্বে পর্দা নামবে জনপ্রিয় এই আসরটির।
সাথেই থাকুন !