শারীরিক সক্ষমতায় পিছিয়ে থাকবে জামাল ভূঁইয়ারা

 

ফুটবল দক্ষতার পাশাপাশি আগামীকালের বিশ্বকাপ ও এশিয়ান কাপের ডাবল বাছাইপর্বের এই ম্যাচটিতে শারীরিক সক্ষমতার দিক দিয়েও ভীষণ রকম পিছিয়ে থাকবে জামাল ভূঁইয়ারা। দীর্ঘকায় দেহের আফগানিস্তানের এই ফুটবলারদের বেশিরভাগেরই রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা। আফগানিস্তানের এই দলটি মূলত আফগান বংশোদ্ভূত বিভিন্ন ইউরোপীয়দের দিয়ে গঠিত। ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতা বৈকি আর কিছুই নয়। তবে এশিয়ান কাপে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প কিছুই নেই। এশিয়ান কাপের বাছাইপর্ব হিসেবে নেওয়া বাংলাদেশের এই লড়াইটি অনুষ্ঠিত হবে ৩ জুন বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটিতে উভয় দলকে আতিথেয়তা দিচ্ছে কাতারের দোহা স্টেডিয়াম।



মাঠের ফুটবলে প্রতিপক্ষ আফগানিস্তান কতটা এগিয়ে তা ফিফা র‍্যাঙ্কিংই বুঝিয়ে দিচ্ছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪ যেখানে আফগানিস্তান ফুটবলের অবস্থান ৩৫ ধাপ এগিয়ে ১৪৯ এ। তাছাড়া আফগানিস্তানের এই দলটিতে আছেন ইউরোপের বিভিন্ন দেশে খেলা ডজনখানেক খেলোয়াড় যাদের রয়েছে প্রতিযোগিতা ম্যাচ খেলার বিশাল অভিজ্ঞতা। তাই, আগামীকালের ম্যাচে আফগানরা ফেভারিট হিসেবেই নামছে।


বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৯ সালের সেপ্টেম্বরে দুশানবেতে সেদিন জামালরা গোল মিসের মাশুল দিয়েছিল ম্যাচ হারার মধ্যেদিয়ে। শারীরিক সক্ষমতার অভাবও যে ভুগিয়ে ছিল জামালদের তা এই ম্যাচের আগে আরেকবার মনে করিয়ে দিলেন জামাল ভূঁইয়া। আফগানদের শারীরিক উচ্চতাকে সমীহ করে জামাল বলছেন, "ওরা (আফগান ফুটবলাররা) শারীরিকভাবে অনেক এগিয়ে। আমার চেয়ে খেলোয়াড় অনেক লম্বা আছে। কিন্তু কৌশলগতভাবে আমরা শক্তিশালী। আমাদের গতি আছে।আমাদের দলে কিছু দ্রুতগতির খেলোয়াড় আছে।"



তারপরও দেশের প্রতিনিধিত্বকারী হিসেবে জামালবাহীনি সর্বোচ্চটাই দিবেন বলছিলেন বাংলার অধিনায়ক। দেশকে জয় আনার মধ্যে দিয়ে ৩ পয়েন্টের জন্য দৃঢ় প্রতিজ্ঞ জামালরা। এটি হবে জামালের ৫০তম ম্যাচ যেখানে অভিষেক হবে ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজীর। 



মাঠে নামার পূর্বে যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশ ফুটবলের কোচ জেমি ডে। সে বলছিল, "আমরা সবাই জানি ভীষণ কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। আফগানিস্তান খুব ভালো একটি দল। দলটিতে ইউরোপে ও অন্যান্য দেশে খেলা অনেক খেলোয়াড় আছে। তাই, আমাদের ভালো ট্যাকটিকস নিয়ে ওদের মোকাবেলা করতে হবে এবং আমাদের সর্বোচ্চটা দিতে হবে। যেকোনো সুযোগ পেলে সেটা কাজে লাগাব।"



পয়েন্ট টেবিলে বাংলাদেশের তথৈবচ অবস্থা মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান। বাংলাদেশের সমান ম্যাচ খেলা কাতার ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে পাঁচ দলের এই গ্রুপে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে আফগানিস্তান ও ওমান।



Post a Comment

0 Comments