বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৯ সালের সেপ্টেম্বরে দুশানবেতে সেদিন জামালরা গোল মিসের মাশুল দিয়েছিল ম্যাচ হারার মধ্যেদিয়ে। শারীরিক সক্ষমতার অভাবও যে ভুগিয়ে ছিল জামালদের তা এই ম্যাচের আগে আরেকবার মনে করিয়ে দিলেন জামাল ভূঁইয়া। আফগানদের শারীরিক উচ্চতাকে সমীহ করে জামাল বলছেন, "ওরা (আফগান ফুটবলাররা) শারীরিকভাবে অনেক এগিয়ে। আমার চেয়ে খেলোয়াড় অনেক লম্বা আছে। কিন্তু কৌশলগতভাবে আমরা শক্তিশালী। আমাদের গতি আছে।আমাদের দলে কিছু দ্রুতগতির খেলোয়াড় আছে।"
তারপরও দেশের প্রতিনিধিত্বকারী হিসেবে জামালবাহীনি সর্বোচ্চটাই দিবেন বলছিলেন বাংলার অধিনায়ক। দেশকে জয় আনার মধ্যে দিয়ে ৩ পয়েন্টের জন্য দৃঢ় প্রতিজ্ঞ জামালরা। এটি হবে জামালের ৫০তম ম্যাচ যেখানে অভিষেক হবে ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজীর।
মাঠে নামার পূর্বে যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশ ফুটবলের কোচ জেমি ডে। সে বলছিল, "আমরা সবাই জানি ভীষণ কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। আফগানিস্তান খুব ভালো একটি দল। দলটিতে ইউরোপে ও অন্যান্য দেশে খেলা অনেক খেলোয়াড় আছে। তাই, আমাদের ভালো ট্যাকটিকস নিয়ে ওদের মোকাবেলা করতে হবে এবং আমাদের সর্বোচ্চটা দিতে হবে। যেকোনো সুযোগ পেলে সেটা কাজে লাগাব।"
পয়েন্ট টেবিলে বাংলাদেশের তথৈবচ অবস্থা মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান। বাংলাদেশের সমান ম্যাচ খেলা কাতার ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে পাঁচ দলের এই গ্রুপে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে আফগানিস্তান ও ওমান।
0 Comments