বিরাট গুগলে কি খুঁজেন?

 



বিরাট কোহলি ক্রিকেটের বিরাট তারকা। যার ফ্যান ফলোয়ার শুধু ভারতে নয়, পুরো পৃথিবী জুড়ে। বিরাট সম্পর্কে জানতে কত মানুষই নাহ গুগলে সার্চ করে থাকেন। তার লাইফস্টাইলেইর প্রতিটা ব্যাপারেই বিরাটের ভক্তদের মনে তুমুল আগ্রহ। সেই বিরাটই কিনা অন্য এক তারকা সম্পর্কে খুঁজ নিতে গুগলে অনুসন্ধান করেন। সে তারকা আর কেউ নন, বিরাট বরাবরই যার ভক্ত সে হলো হালের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। 


ইংল্যান্ড সফরের পূর্বে মুম্বাইতে কোয়ারেন্টিনে আছেন বিরাট কোহলি। কিন্তু, এই ভারতীয় অধিনায়কের মন পড়ে আছে ফুটবলে। এমনটাই জানাচ্ছে তার ইনস্টাগ্রাম। ২ জুন ইংল্যান্ড সফর শুরু করবেন কোহলি-সহ ভারতীয় দল। প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে কোহলি খুঁজ নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে।

বিরাট কোহলির ইনস্টাগ্রামে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, গুগলে শেষ কী সম্পর্কে অনুসন্ধান করা হয়েছিল। সে প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক লেখেন, ‘রোনালদোর দলবদলের সম্পর্কে’। কোহলি যে ভীষণ ফুটবল প্রেমী সেটা সবারই জানা। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় তাকে ফুটবল নিয়ে মেতে উঠতে।

এই মুহূর্তে জুভেন্টাস দলে রয়েছেন রোনালদো। আগামী মৌসুমেও সেই দলেই খেলবেন কি না সেই নিয়ে নানান ভাবনা রোনালদো ভক্তদের মনে। কোহলিও তাদের ব্যতিক্রম নয়,সেও খুঁজ নিচ্ছেন। এর আগেও এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছিলন যে তাঁর প্রিয় ফুটবলার রোনালদো। পর্তুগিজ ফুটবলারের খেলার প্রতি ডেডিকেশন, কর্মক্ষমতা বিরাট কোহলিকে মুগ্ধ করে। ফুটবল বিশ্বের খুব কম ফুটবলারই এতোটা ফ্যান, ফলোয়ার তৈরি করতে পেরেছেন রোনাদোর মতো।


Post a Comment

0 Comments