শ্রীলঙ্কার বোলিং তোপের মুখে বাংলাদেশ


উইকেট মনে হচ্ছে একটু বেশিই মন্থর। ব্যাট করা যেন কঠিনই হচ্ছে। শুরুতে শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের রান সংগ্রহের বেহাল অবস্থা। 


লংকানদের বোলিং তোপে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ০(৩) রানে আউট হয়ে ফিরেন লিটন দাস। পিচে সেট হয়ে বেশিক্ষণ টিকতে পারেননি নিজের স্বভাব বিরুদ্ধ ব্যাট করা সাকিব আল হাসান। সাকিবের ব্যাক্তিগত সংগ্রহ ১৫(৩৪) রান যা একদমই সাকিবীয় সংগ্রহ নয়। 


তামিম এবং মুশফিক মিলে রান রেট বাড়ানোর সাথে সাথে করছিলেন ইনিংস রিবিল্ডিং এর কাজ। ধনঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউর ফাদে পড়ার আগ পর্যন্ত খেলেছেন ৫২(৭০) রানের একটি স্টিডি ইনিংস।তামিম আউট হওয়ার পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পা দেন মিথুন।যার ফলে মাত্র ৯৯ রান ৪ উইকেট হয়ে যায় বাংলাদেশের স্কোরকার্ড। 


শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩২/৪ রানের সংগ্রহ ৩১ ওভারে।পিচে রয়েছেন অপারাজিত ব্যাটসম্যান মুশফিক ৪৩(৪৯)এবং মাহমুদউল্লাহ ১৫(৩০)। 

 

Post a Comment

0 Comments