টস জিতে ব্যাটিংয়ে বাংলা টাইগাররা



সকল শঙ্কার অবসান শেষ করে,মাঠে গড়ালো প্রথম একদিনের ম্যাচ।  করোনার থাবা থামাতে পারেনি ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়েই মাঠে গড়ালো।


ইতোমধ্যে টস হয়ে গেছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার সেনাপতি তামিম ইকবাল।



শ্রীলঙ্কার বিপক্ষে কখনও সিরিজ জয় করা হয়নি বাংলাদেশের। এবার তারুন্য নির্ভর শ্রীলঙ্কার সাথে, অভিজ্ঞ বাংলাদেশ সিরিজ জয়ের সেই স্বপ্নের জাল বুনাটা অস্বাভাবিক নয়।তাছাড়া হোম কন্ডিশনকে পুরোপুরি কাজে লাগিয়ে ইতিবাচক ফল আসবে বলে এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। 


সব মিলিয়ে এই সিরিজ নিয়ে বাংলাদেশ সমর্থকদের প্রত্যাশা পারদ একটু বেশিই উপরে। 


পরিসংখ্যান বলছে, এশিয়া কাপ ও অন্যান্য বৈশ্বিক আসরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানে শ্রীলঙ্কা জিতেছে ৬ সিরিজ। দুটি সিরিজ ১-১ এ অমীমাংসিত থেকে গেছে।এছাড়া একটি মাত্র সিরিজে বাংলাদেশ লড়াই করে শেষ পর্যন্ত ২-১ এ হার মানে। সেটা ২০০৬ সালে দেশের মাটিতে।


আর ৫ বার সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ (৩-০ তে) করেছে লঙ্কানরা। 

Post a Comment

0 Comments