২০১৪ এর পর ফের লা লিগা জয় আতলেতিকোর

জয়সূচক গোল এনে দেওয়ার পর সুয়ারেজের উদযাপন।
ছবি:রয়টার্স


২০১৪ এর পর আবার ঘরোয়া লিগ খেতাব জিতল আতলেতিকো মাদ্রিদ। শনিবার শেষ ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল তারা। অপর ম্যাচে, ভিয়ারিয়ালের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ ২-১ জিতলেও ২ পয়েন্টে পিছিয়ে থাকায় লিগ খেতাব গেল আতলেতিকোর ঘরে। বার্সেলোনাও লিগ শেষ করল জয় দিয়ে।

শনিবার লা লিগার সব থেকে গুরুত্বপূর্ণ দিন ছিল। লিগ জেতার দৌড়ে এগিয়ে ছিল মাদ্রিদের দুই ক্লাব। রিয়াল এবং আতলেতিকো, দুই ক্লাবকেই জিততে হত। আতলেতিকো ড্র করলে বা হারলে এবং রিয়াল জিতলে খেতাব যেত জিনেদিন জিদানের হাতে। রিয়াল জিতলেও আতলেতিকোকে ধরতে পারেনি। ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ জিতল আতলেতিকো। ২ পয়েন্ট পিছনে শেষ করল রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা বার্সার পয়েন্ট ৭৯।


রিয়াল সমর্থকদের উৎসাহিত করে আতলেতিকোর বিরুদ্ধে ভায়াদোলিদকে এগিয়ে দিয়েছিলেন অস্কার প্লানো। কিন্তু দু’মিনিট পরে গোল খেয়ে যায় রিয়ালও। ইয়েরেমি পিনো এগিয়ে দেন ভিয়ারিয়ালকে। বিরতির পরেই ঘুরে দাঁড়ায় আতলেতিকো। ৫৭ মিনিটে সমতায় ফেরান আনহেল কোরেয়ার। ১০ মিনিট পরেই আতলেতিকোকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। অপরদিকে,একসময় মনে হচ্ছিল হেরেই যাবে রিয়াল। কিন্তু করিম বেনজেমা ৮৭ মিনিটে সমতায় ফেরান রিয়ালকে। আগে তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অতিরিক্ত সময়ে গোল করেন লুকা মদরিচ।

এইবারের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। লিয়ো মেসি এই ম্যাচে খেলেননি। তাঁর অনুপস্থিতিতে দলকে জেতান আঁতোয়া গ্রিজম্যান।

Post a Comment

0 Comments