ক্রিকেটের পরাশক্তি শ্রীলঙ্কার সাথে অনেক ভালো মুহূর্ত থাকলেও সিরিজ জয় করা হয়ে ওঠেনি কখনো। এশিয়াকাপে ওদের বিরুদ্ধে একাধিক জয়ের সুখস্মৃতি থাকলেও সিরিজ জয়ের আনন্দ পায়নি বাংলাদেশ। বাংলার ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় আছেন সেই সুখে নিজেদের অবগাহনের। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই, নিজেদের হারিয়ে খোঁজা লঙ্কা দ্বীপের ক্রিকেট দল বেঙ্গল টাইগারদের কাছে। তাই, সিরিজ জয় এখন সময়ের দাবি।
পরিসংখ্যানে দেখা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা জিতেছে ৬ সিরিজ। দুটি সিরিজ ১-১ এ অমীমাংসিত থেকে গেছে।
প্রথম ম্যাচে ৬ উইকেটে ২৫৭ রান করে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিং প্রতাপে ৩৩ রানের জয় পায় বাংলাদেশ।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় পর হয়তো উইনিং কম্বিনেশন ভাঙবে না বাংলাদেশ এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু উইনিং কম্বিনেশন ভেঙেছেন। ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক হওয়া শরিফুলের অভিষেক হচ্ছে আজ।আগের ম্যাচ থেকে বাদ পরলেন শ্রীলঙ্কায় টেস্ট পারফর্ম করা বোলার তাসকিন আহমেদ। মিথুন আলীর ব্যার্থতায় জায়গা পেল মোসাদ্দেক সৈকত।
টস জয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ।
বাংলাদেশ (একাদশ): তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
0 Comments