বিসিসিআই এর বরাত দিয়ে ক্রিকবাজ জানাচ্ছে, আইপিএল এর বাকী অংশ সেপ্টেম্বর থেকে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। অফিসিয়ালি ঘোষণা আসতে পারে মে এর ২৯ তারিখ স্পেশাল জেনারেল মিটিংয়ের পর।
আইপিএলের ১৪তম সংস্করণ আবার ১৬-২০ সেপ্টেম্বর শুরু হয়ে ৯-১০ অক্টোবর শেষ হবে যেটি ইতোমধ্যে করোনার থাবায় স্থগিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ (যেটি শুরু হবে ১৮ অক্টোবর) এবং আইপিএল পুনরায় শুরুর সময়, ভেন্যু একই হওয়ায় দুটি টুর্নামেন্ট সাংঘর্ষিক অবস্থায়। তবে আমিরাত ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজনে নমনীয় হচ্ছে বিসিসিআই এর প্রতি, জানাচ্ছেন ক্রিকবাজ অজ্ঞাত একজন বিসিসিআই সদস্যের বরাত দিয়ে।
মাত্র ১০ দিন ব্যবধানে আইসিসি কিভাবে ব্রান্ডিং এবং মাঠ প্রস্তুতসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলে সম্পন্ন করবে। ক্রিকবাজ জানতে পেরেছে যে, লিগের শুরু দিকটাতে তিনটি ভেন্যু দুবাই, শারজাহ এবং আবুধাবিতে অনুষ্ঠিত হবে। তবে শেষের ম্যাচগুলো আায়োজন হবে একটিমাত্র ভেন্যুতে বাকি দুটি ছেড়ে দেওয়া হবে আইসিসির জন্য।
২২-২৩ দিনের উন্ডোতে এবং উষ্ণ পরিবেশে দিনে দুটি করে ম্যাচ শিডিউলিং করা নিয়ে ভাবাচ্ছে বিসিসিআইকে। এছাড়াও বিদেশি খেলোয়ারদের পাওয়া নিয়েও নতুন চিন্তা পেয়ে বসেছে ৮ টি ফ্র্যাঞ্চাইজিকে।
তবে যেভাবেই হোক বিসিসিআইয়ের লক্ষ্য আইপিএল শেষ করা। আইপিএল পুনরায় না শুরু করতে পারলে বিশাল আর্থিক ক্ষতির সামনে পরবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
0 Comments