হতভাগ্য ইমরুলের,শিকে ছিঁড়ে নাই এবারও

 



শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে ইমরুল কায়েসের জায়গা হলেও জায়গা পাননি মূল স্কোয়াডে। ইমরুলের জায়গা না পাওয়া নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা-সমালোচনা তুঙ্গে। বরাবরই যেটা হয়ে থাকে মূল স্কোয়াড ঘোষণার পর ইমরুলকে নিয়ে।

বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা মনে করেন ইমরুলই সবচেয়ে হতভাগ্য খেলোয়ার। তাকে ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই পক্ষে-বিপক্ষে দিচ্ছেন যুক্তি।

এ নিয়ে একাধিকবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে নির্বাচক প্যানেলকেও। এতে কিছুটা বিরক্ত জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।  

চর্চিত সব প্রশ্নের অবসান ঘটাতে অবশেষে ইমরুলকে মূল স্কোয়াডে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

তবে প্রাথমিক স্কোয়াডে রাখার কারণ খোলাশা করেছেন প্রধান নির্বাচক।

নান্নু বলেন, ‘ডমেস্টিকে কি আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করছে ও? দলের লিস্ট লম্বা আমি তো করতেই পারি। ৩০ জনের তালিকা আমি করি সবসময়ই। যেহেতু আমাদের ‘এ’ দলের কোনো খেলা নেই, তাই আমাদের কিছু খেলোয়াড় তৈরি রাখতে হবে। সামনে তো অনেক খেলা, পর্যাপ্ত খেলোয়াড় না থাকলে অসুবিধা।’

নান্নু আরও বলেন, ‘এই কোভিড সিচুয়েশনে বায়োবাবলে রেখে খেলোয়াড়দের খেলানো অনেক কষ্টকর। আল্লাহ না করুক, কেউ অসুস্থ হলে কী করব? তখন এই লম্বা তালিকা কাজে লাগবে। কারণ বলা যায় না কাকে কখন দরকার হয়। সেজন্য এরকম করছি আমরা।’

বাংলাদেশের জার্সি গায়ে ইমরুল সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে, ভারতের বিপক্ষে টেস্টে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে।  এরপর আর দলে জায়গা হয়নি তার।

Post a Comment

0 Comments